Latest News

Home - Latest Activities
card-img-top

পাথরের এ্যাসেসমেন্ট বৃদ্ধির প্রতিবাদে ইং ০৫/০৮/২০২৩ তারিখ কাস্টম্স কর্মকর্তার সাথে মতবিনিময় এবং স্মারকলিপি প্রদান

Chamber News | 07 Aug, 2023


সোনা মসজিদ স্থল বন্দরে পাথরের ক্ষেত্রে ১৩ ডলারে এ্যাসেসমেন্ট গ্রহণ করা হতো। কিন্তু হঠাৎ করে ২রা আগস্ট ২০২৩ হতে এই অ্যাসাইনমেন্ট, ১৩ ডলার থেকে ১৫ ডলার করে দেয়া হয়। যার ফলে পাথর ব্যবসায়ীদের ১৬০ টাকা অধিক গুনতে হচ্ছে। এই নিয়ম নির্ধারণ করার ফলে ব্যবসায়ীদেরকে লোকসান গুনতে হয়। এমন অবস্থায় ব্যবসায়ীরা পাথর আমদানি বন্ধ করে দেন।

আজ ৫ ই আগস্ট ২০২৩ ইং চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদ ব্যবসায়ীদের পক্ষ হতে কাস্টম ডেপুটি কমিশনারকে পুনরায় ১৩ ডলার করার জন্য স্মারক প্রদান করেন এবং আগামীকাল কাস্টম কমিশনারের মাধ্যমে স্মারক প্রদান করে জাতীয় রাজস্ব বোর্ড এবং সরকারের ঊর্ধতন মহলে বিশেষ দৃষ্টি আকর্ষণ করে স্মারক প্রদানের ব্যবস্থা গ্রহণ করেন। স্মারক প্রদানের ক্ষেত্রে চেম্বার অব কমার্সের একটি বিশেষ প্রতিনিধি দল সভাপতি আব্দুল ওয়াহেদের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন।

পাথরের এই ব্যবসার সঙ্গে দিনমজুর সহ ১০ থেকে ১৫ হাজার মানুষ জীবিকা নির্বাহ করে। এই পাথরগুলো আমদানি করা হয় মূলত দেশের উন্নয়নমূলক কাজে। ইউক্রেন যুদ্ধের কারণে ডলারের দাম বেড়ে যাওয়ায় টাকায় ২০ থেকে ২৫ টাকা মত পার্থক্য আসে।

চেম্বার অফ কমার্স মনে করে বিষয়টি যেহেতু রাজস্ব বোর্ডের মাধ্যমে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত হয়েছিল, যদি আবারও রাজস্ব বোর্ডের মাধ্যমে বিষয়টি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হতো তাহলে পাথরের বিষয়টা এমন অচল অবস্থা হতো না। শুধুমাত্র মৌখিকভাবে পাথরের এ্যাসেসমেন্ট বৃদ্ধি না করে চেম্বার অব কমার্স আবেদন করছে যেন পুনরায় ১৩ মার্কিন ডলার এ্যাসেসমেন্ট বহাল রাখা হয়।