ABOUT CHAPAI NAWABGONJ CHAMBER OF COMMERCE & INDUSTRY

Home - About CNCCI

CNCCI History


১৯৮৬ সালে প্রথম বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক টিও লাইসেন্স ও জয়েন্ট স্টক কোম্পানীর কর্তৃক নিবন্ধিত হয়। চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি এবং বাংলাদেশের ব্যবসায়ী ও শিল্পপতিদের সর্বোচ্চ প্রতিষ্ঠান দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির অধিভুক্তসদস্য হিসেবে স্বীকৃতি লাভ করে। ১৯৮৬ সালে প্রথম চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির প্রথম সভাপতি নির্বাচিত হন মরহুম মোখলেসুর রহমান খাঁন। প্রতিষ্ঠালগ্নের শিল্প ও বণিক সমিতি হতে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি ২০০৬ সালের এপ্রিল পর্যন্ত পুরাতন বাজারের বয়েজ ভবনের একটি কক্ষে ভাড়া ছিল। ২০০৬ সালের মে মাসে পুরাতন বাজার সংলগ্ন মহানন্দা নদীর তীরে সাধুর ঘাট নামক স্থানে নতুন ভবনে অফিস স্থানান্তরিত হয়। ২০০১ সাল থেকে অনেক চেষ্টার মাধ্যমে বর্তমান সভাপতি জনাব মোঃ আব্দুল ওয়াহেদ তৎকালীন ভ‚মি প্রতিমন্ত্রী এ্যাডভোকেট কবির হোসেন ও সাবেক হুইপ অধ্যাপক শাহজান মিয়ার সার্বিক সহযোগিতায় বালিয়াডাঙ্গা ইউনিয়নের বেতবাড়িয়া মৌজা সাধুরঘাট এলাকায় প্রায় ৬ কাঠা ভ‚মি এককালীন নাম মাত্র মূল্যে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির নামে বরাদ্দ দেয়া হয়। বর্তমান সভাপতি জনাব মোঃ আব্দুল ওয়াহেদ ৮৮,০০০/- টাকা নিয়ে নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন গত ৫ মার্চ ২০০৪ খ্রিঃ । ধীরে ধীরে ভবনটি নির্মান কাজ শুরু হয়ে বর্তমানে তিনতলা পর্যন্ত নির্মিত হয়েছে এবং তিন তলায় আধুনিক হলরুম নির্মাণ করা হয়েছে। হলরুমে ৮’শ লোকের বসার সুব্যবস্থা রয়েছে। হলরুমে একই সাথে ৫’শ লোকের আপ্যায়ন সুবিধা সহ পারিবারিক ও ব্যবসায়ীক অনুষ্ঠানের জন্য নাম মাত্র মূল্যে ভাড়া দেওয়ার সুব্যবস্থা রয়েছে। এছাড়াও আগত অতিথিবৃন্দের জন্য পুরুষ ও মহিলাদের পৃথক পৃথক ভাবে টয়লেট ও ওয়াশরুমের সুযোগ সুবিধা রয়েছে। ৪ তলার একাংশে রান্নার সুব্যবস্থা সহ থালাবাসুন পরিস্কার পরিচ্ছন্ন করার ও টয়লেটের সুব্যবস্থা রয়েছে।
দোতলায় চেম্বারের আধুনিক সম্মেলন কক্ষ, সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, সচিবের কক্ষ, টিরুম ও অতিথি কক্ষ রয়েছে। চেম্বারের সদস্যদের জন্য ইন্টারনেট সুবিধা সহ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির(প্রস্তাবিত) জন্য একটি কক্ষ রাখা হয়েছে।

Services


চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির অধিভ‚ক্ত সদস্য হিসেবে বাণিজ্য মন্ত্রণালয় ও টিও লাইসেন্স গ্রহণকারী ও জয়েন্ট স্টক কোম্পানী কর্তৃক নিবন্ধিত সোনামসজিদ আমদানী ও রপ্তানী কারক গ্রæপ, চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রæপ, চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক মালিক গ্রæপ ও চাঁপাইনবাবগঞ্জ জেলা চাউল কল মালিক গ্রæপ তাঁদের কার্যক্রম জেলায় পরিচালনা করছেন। এছাড়াও সরকারী লাইসেন্স গ্রহণ না করলেও রহনপুর শিল্প ও বণিক সমিতি, শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতি ও নাচোল শিল্প ও বণিক সমিতি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির সাথে সমম্বয় করে তাঁদের কার্যক্রম পরিচালনা করছে।


আধুনিক চেম্বার পরিচালনার জন্য সচিবালয় গড়েতুলা হয়েছে। একজন অফিস সচিব, একজন সহকারী সচিব কাম কম্পিউটার অপারেটর, দুইজন পিয়ন, একজন নৈশ প্রহরী ও একজন পরিচ্ছন্নকর্মীর সমন্বয়ে এ সচিবালয় গঠিত। তাঁরা চেম্বার পরিচালনার পর্ষদ ও পরিচালক বৃন্দকে সঠিক সহযোগিতা ও সেবা প্রদান সহ সরকারী প্রশাসনের বিভিন্ন দপ্তরের সাথে ব্যবসায়ী ও শিল্পপতিদের সাথে কাজ করে থাকে।