জেলার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৩-০৩-২০২৪ ইং দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবনে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডাঃ শামিল উদ্দিন আহমেদ শিমুল, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহাবুব-উল ইসলাম, একুশে পদক প্রাপ্ত জিয়াউল হক, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান, পুলিশ পরিদর্শক তদন্ত এস এম মাকসুদুর রহমান, কাস্টম এর প্রতিনিধি, ফায়ার সার্ভিস এর প্রতিনিধি, রাজশাহী চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিস সভাপতি মোঃ মাসুদুর রহমান রিঙ্কু, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোঃ মসিউল করিম বাবু, সহ-সভাপতি আখতারুল ইসলাম রিমন, পরিচালক মফিজ উদ্দিন, আব্দুল আওয়াল, খাইরুল ইসলাম, আনোয়ার হোসেন, রাইহানুল ইসলাম লুনা, নাজিবুর রহমান, সাবেক পরিচালক শহিদুল ইসলাম শহিদ, সাবেক পরিচালক বাহারাম আলী, সাবেক পরিচালক এম কোরাইশী মিলু, বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলহাজ্ব মোঃ সাদিকুল ইসলাম, রমজান আলী, আকবর হোসেন, মাসুদ রানা, খাদেমুল ইসলাম, আমদানি রপ্তানি কারক গ্রুপের সভাপতি, সি এন্ড এফ এসোসিয়েশন এর সভাপতি, সাধারণ সম্পাদক সহ জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জেলার বিভিন্ন স্তরের ব্যবসায় বৃন্দ ।