Latest News

Home - Latest Activities
card-img-top

ভারতের মালদা চেম্বারের আয়োজনের মৈত্রী মেলা উদ্বোধন

Chamber News | 06 Apr, 2024


নারী উদ্যোক্তাদের নিয়ে মালদহ চেম্বার -চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের আয়োজনে ভারত বাংলাদেশ মৈত্রী মেলা ২০২৪ উদ্বোধন।

মালদহ মার্চেন্টস চেম্বার অফ কমার্স এর ব্যবস্থাপনায় ০৯-০৩-২০২৪ ইং মালদহ চেম্বার - চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের যৌথ আয়োজনে মালদহ কলেজ মাঠে ৪ দিনব্যাপী নারী উদ্যোক্তাদের নিয়ে ভারত বাংলাদেশ মৈত্রী মেলা ২০২৪ উদ্বোধন হয়েছে। চলবে ১২ই মার্চ পর্যন্ত।

নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে উভয় দেশের সরকারকে যৌথভাবে উদ্যোগ নিতে হবে।

মেলা উদ্বোধন করেন এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পীজুষ সাংলে ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্ন্স এর সভাপতি আব্দুল ওয়াহেদ।

এসময় উপস্থিত ছিলেন মালদা মার্চেন্ট এন্ড চেম্বার অফ কমার্স এর সভাপতি জয়ন্ত কুন্ডু, সম্পাদক উত্তম বসাক, যুগ্ন-সম্পাদক উজ্জ্বল সরকার,

পরিচালক আব্দুল আওয়াল, পরিচালক আব্দুল বারেক, সাবেক পরিচালক শহিদুল ইসলাম শহিদ, সাবেক পরিচালক বাহারাম আলী, সাবেক পরিচালক আলহাজ্ব রেজাউল করিম, সাবেক পরিচালক উজায়ের হোসেন তপন।

মেলায় অংশগ্রহণ করেন উদ্যোক্তা আঞ্জুমান আরা পারভীন, উম্মেহাজ সিদ্দিকা, সারিকা পারভীন, রাজশাহী।

লুৎফুন নেসা পপি, খালেদা, শরীফা খাতুন, মোস্তারি বেগম, ইসরাত জাহান, পারভিন বেগম,ফাতেমা জিনিয়া, চাঁপাইনবাবগঞ্জ।

শাহিনুর বেগম ঢাকা, সোহাইবি রুমি, দিল নাজ খানম, তসলিমা বেগম, শামসুন্নাহার-শিবগঞ্জ এবং মালদহ জেলা অন্যান্য নারী উদ্যোক্তাগন।