১২ আগস্ট ২০২৩ শনিবার দুপুরে মালদার মহদিপুর স্থল বন্দরে সিএনএফ অফিসে যৌথ সভা অনুষ্ঠিত
Chamber News | 13 Aug, 2023
১২ আগস্ট ২০২৩ শনিবার দুপুরে মালদার মহদিপুর স্তল বন্দরে সিএনএফ অফিস এ চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও মালদা মার্চেন্ড চেম্বার অফ কমার্স এর যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার, চাপাই নবাবগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ,পরিচালক আব্দুল আউয়াল, আমদানি কারক আরিফ (ইতি) ও মোস্তাকুল, মালদা মার্চেন্ড চেম্বারের সভাপতি/ সম্পাদক, মহতিপুর রপ্তানিকারক অ্যাসোসিয়েশন ও সিএনএফ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। সোনা মসজিদ ও মহদিপুর স্তল বন্দরের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এছাড়া আগামী ৩১শে আগস্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের মালদাহ ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের যৌথ সভা সফল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং আমদানি ও রপ্তানি কারকদের জিরো পয়েন্টে পুনরায় মিডটাইম চালুর বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।